৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ

মো: রুবেল : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চাটখিল উপজেলাসহ দেশের পাঁচ বিভাগের ১২২ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ। বুধবার দুপুরে নির্বাচন ভবনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
এ সময় ইসি সচিব জানান, উক্ত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ (সোমবার),বাছাইয়ের দিন ৬ মার্চ (বুধবার), আপিল ৭ মার্চ থেকে ৯ মার্চ, আপিল নিষ্পত্তি ১০ মার্চ থেকে ১২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (রোববার), প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোট অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। এছাড়া নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, কবিরহাট, সুবর্ণচর ও কোম্পানী গঞ্জ উপজেলায় একই দিনে একযোগে ভোট অনুষ্ঠিত হবে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares