২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ


চাটখিলে শিক্ষিকার শ্লীনতাহানীর অভিযোগ- বখাটে গ্রেফতার

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল : চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা কাস থেকে বের হওয়ার সাথে সাথে এক বখাটে ওই শিক্ষিকাকে পিছন থেকে শরীরে হাত দেয়। এ সময় শিক্ষিকার চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে আসলে বখাটে পালিয়ে যায়। রোববার দুপুর ৩ টার দিকে স্কুলের পার্শ্বের বাড়ীর ফজলুল হকের ছেলে আমিন হাসান সাকিব (২৩) শিক্ষিকার ওপর এ যৌন নিপিড়ন চালায়। ভুক্তভোগী শিক্ষিকা ৯৯৯ এ কল দিলে থানা পুলিশ রোববার সন্ধ্যায় বখাটে সাকিবকে গ্রেফতার করেছে। রাতে ভিকটিম ওই শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা করেছে। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে পুলিশ আসামী সাকিবকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম