মো: রুবেল : চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া রোববার বিকেলে চাটখিল পৌরসভার আল-বারাকা হাসপাতাল, মনির ডেন্টাল ক্লিনিক, সিডিসি ডায়াগনষ্টিক সেন্টার ও এহসানিয়া হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শহিদুল ইসলাম নয়ন, স্যানেটারী অফিসার নুরুল ইসলামসহ থানা পুলিশ কর্মকর্তাবৃন্দ।