৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


চাটখিলে যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার

Made with LogoLicious Add Your Logo App

মো: রুবেল: চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের পলোয়ান বাড়ীর শাহজাহান বাবুচীর ছেলে সিএনজি চালক মোঃ রনি (৩৩) এর গলা কাটা লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার সকালে পূর্ব সুন্দরপুর ফটিক বাড়ীর বাগান থেকে পুলিশ রনির গলা কাটা ও ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে।
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে রনির লাশ উদ্ধার করেছে।  রনির স্ত্রী ও ২ ছেলে রয়েছে। স্বজনরা জানায় পূর্ব শুত্রæতার জের ধরে রনিকে সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, রনি হত্যায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নেয়ার চেষ্টা চলছে। রনি চাটখিল পৌরসভার যুবলীগ কর্মী বলে জানা গেছে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares