২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ


সৌদি আরবে কাজ করতে গিয়ে চাটখিলের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

মোঃ রুবেল : সৌদি আরবের দাম্মামে কাজ করতে গিয়ে ৩ তলা থেকে মাটিতে পড়ে বাংলাদেশী এক রেমিটেন্স যোদ্ধার করুন মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনা ঘটেছে রোববার বিকেল ৩ টার দিকে ।

নিহত ব্যক্তির নাম মোশারেফ হোসেন (৪৫)। তিনি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের পাটোয়ারী  বাড়ির  আমিন উল্যাহর সন্তান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে সৌদি আরবে থাকা তার ফুফাতো ভাই একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের শহিদুল ইসলাম জানান,  মোশারফ হোসেন এসি (এয়ার কন্ডিশান) লাগানোর সময় ভবনের ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হন ।পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধী অবস্থায় মারা যান।

তার মৃত্যুর খবর দেশে পোঁছার পর তার ৩ সন্তানসহ স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ফেইসবুকে চাটখিল নিউজ ২৪ ডট কম


Shares